বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ ফারুক হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মোকামতলার জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে।
আসামি হলেন ফারুক হোসেন শিবগঞ্জের জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ও মোকামতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ফারুক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, জাবারীপুর বাজারে ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। ফারুককে হাতকড়া পড়ানো হলে স্থানীয় ৪০০ থেকে ৫০০ মানুষ তাকে ছিনিয়ে নিয়ে যায়। পড়ে পাশের বাঁশঝাড় থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। পলাতক ফারুককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।