নওগাঁর মান্দায় নাশকতা মামলায় কশব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে কশব হাইস্কুল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলুর রহমান কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা গ্রামের মৃত্যু জসিমদদীন পিয়াদার ছেলে।
রোববার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
মনসুর রহমান বলেন, “নাশকতার একটি মামলায় কশব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।”
মনসুর রহমান আরও বলেন, “ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”