• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমার সঙ্গে আ.লীগ-বিএনপি সবাই আছে : শাহজাহান ওমর


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ০৬:৫১ পিএম
আমার সঙ্গে আ.লীগ-বিএনপি সবাই আছে : শাহজাহান ওমর
নির্বাচনী পথসভায় নৌকার প্রার্থী শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম বলেছেন, “আমি চোখের পানি ছাড়ার লোক না, দেশ স্বাধীন ও জনগণের সেবা করার লোক। আমার সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি, যুবদল, যুবলীগ, ছাত্রদল, ছাত্রলীগ সবাই আছে।”

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার নিজগালুয়া-জীবনদাশকাঠি এলাকার পথসভায় এসব কথা বলেন শাহজাহান ওমর।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “মুক্তিযুদ্ধকালে সম্মুখযুদ্ধে পাকবাহিনীর গুলিতে আহত হয়েছিলাম। তখন আপনাদের এখানে এসে আশ্রয় নিয়েছিলাম। এখন আবার আপনাদের কাছে এসেছি; আহত নয়, সুস্থ-সবল ব্যক্তি হিসেবে। আবার আহত হবো যদি ৭ তারিখে আপনারা নৌকায় ভোট না দেন। ৭ তারিখে নৌকায় ভোট দিয়ে পুনরায় আশ্রয় দেবেন।”

নৌকার প্রার্থী শাহজাহান ওমর বলেন, “এ এলাকাই আমার বিপদের মাঠ, সংগ্রামের মাঠ, মুক্তিযুদ্ধের মাঠ। অনেক স্মৃতিবিজড়িত এলাকা। এ এলাকার মানুষ সচেতন ও সক্ষম। তাদের কাছে আমার বলার তেমন কিছুই নেই।”

শাহজাহান আরও বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগে যেভাবে আপনারা আমাকে বিপদে-আপদে পাহারা দিয়ে আগলে রাখতেন, ঠিক ওইভাবেই আমাকে রাজনৈতিকভাবে পাহারা দেবেন।”

পথসভায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!