• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

আবারও সেই ভুয়া মেজর আটক


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৯:৪৫ এএম
আবারও সেই ভুয়া মেজর আটক

কুষ্টিয়ায় খন্দকার বায়েজীদ আমান (৩৩) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগেও সেনা কর্মকর্তার পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করতে গিয়ে আটক হন তিনি। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি, ইউনিফর্ম, ভুয়া ভিজিটিং কার্ড, ওয়াকিটকি, খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

আটক বায়েজীদ আমান নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত খন্দকার এনামুল হকের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গরুর হাট এলাকার আব্দুর রহমানের জামাই।

এর আগেও সেনাবাহিনী ও অন্যান্য সরকারি চাকরিজীবী পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক লোকের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে আটক হয়েছিলেন তিনি। ২০২৩ সালের ২৩ জানুয়ারি দুপুর দেড়টায় কুষ্টিয়া শহরের হানিফ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছিল র্যাব। সেসময়ও তিনি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় ও রাজশাহীর বোয়ালিয়া থানায় চাঁদাবাজী ও প্রতারণা মামলা রয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, “মেজর সেজে প্রতারণার অভিযোগে আমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর আগেও সে এ ধরনের অপরাধ করতে গিয়ে আটক হয়েছিল। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

Link copied!