• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আমি নির্বাচন করলে নৌকার পরাজয় ঘটতে পরে, তাই সরে দাঁড়ালাম’


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ০৯:১০ পিএম
‘আমি নির্বাচন করলে নৌকার পরাজয় ঘটতে পরে, তাই সরে দাঁড়ালাম’
সংবাদ সম্মেলনে নবী নেওয়াজ। ছবি : সংবাদ প্রকাশ

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দীন মিয়াজীকে তিনি সর্মথন জানান।

নবী নেওয়াজ বলেন, “ঝিনাইদহ-৩ আসনকে রাহুমুক্ত করতে চাই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে নৌকার পরাজয় ঘটতে পরে। সেই কারণেই নৌকার সঙ্গে একাত্বতা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমরা এক সঙ্গে মাঠে কাজ করব। আগামী ৭ তারিখে নৌকার জয় হবে।”

এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইমলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান মিল্টন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!