• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন উপদেষ্টা নাহিদ


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০১:৩৭ পিএম
ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন উপদেষ্টা নাহিদ

ফেনীর মহিপালে শহীদ ইশতিয়াক আহম্মদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বন্যায় ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ফুলগাজীর উত্তর আনন্দপুরে শহীদ শ্রাবণের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন। 

এ সময় উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে নিয়ে কাজ করার জন্য ইতিমধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছে। সরকারের পক্ষ থেকে ফাউন্ডেশনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসায় তাদের পরিবারের কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

এ ছাড়া আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে পুনবার্সনে দীর্ঘমেয়াদী পরিকল্লনা নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, শহীদ শ্রাবণের বাবা নেছার আহম্মদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ইশতিয়াক হোসেন শ্রাবণ শহীদ (নিহত) হন। 
 

Link copied!