• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লেকের পাড়ে মিলল যাত্রাপালার অভিনেতার মরদেহ


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৩:৪৪ পিএম
লেকের পাড়ে মিলল যাত্রাপালার অভিনেতার মরদেহ

টাঙ্গাইলে গলায় কাপড় পেঁচানো অবস্থায় আইয়ুব আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড ডিসি লেকের পশ্চিম পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আইয়ুব আলী সদর উপজেলার ভবানীপুর পাতুলী এলাকার মৃত নছিম মিয়ার ছেলে। তিনি যাত্রাপালায় নারী সেজে অভিনয় করতেন।

পুলিশ জানায়, রোববার সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডের পেছনে ডিসি লেকের পশ্চিম পাড়ে পরিত্যক্ত ঘর থেকে গলায় কাপড় পেঁচানো অবস্থায় মরদেহটি দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে অনিক মিয়া বলেন, “আমার বাবা শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে আমার বাবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি।”

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Link copied!