জয়পুরহাটের কালাইয়ে রনজু হোসেন (৪২) নামের এক হত্যা মামলার আসামিকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রনজু হোসেন উপজেলার কালাই মোলামগাড়ী হাট গ্রামের নছির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুর রহমান জানান, রঞ্জু ও তার পরিবারের সদস্যরা বাড়িতে বসে মাদক দ্রব্যের ব্যবসা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়।
মাহবুবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি রঞ্জু ও তার ভাই লেবু মিয়া মাদক ছাড়া একটি হত্যা মামলার আসামি। ২০০৩ সালের ২মে লেবুর স্ত্রী শাপলাকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। এ মামলায় রঞ্জু ও লেবুসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা বর্তমানে জামিনে মুক্ত আছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।