• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলাকারী আসামি গ্রেপ্তার


যশোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০৭:২১ পিএম
প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলাকারী আসামি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলাকারী সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে (৫৭) যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে যশোর শহরতলীর শানতলা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়িবহরে হামলাকারী ৭ বছরের সাজাপ্রাপ্ত সন্ত্রাসী ইয়াছিন আলী যশোরের শহরের বেজপাড়া এলাকা থেকে শানতলা এলাকার দিকে যাচ্ছেন- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় র‌্যাব। এরপর রাত ১১টার দিকে শানতলা মোড় থেকে ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানি অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন আলী জানিয়েছেন তিনি গ্রেপ্তার এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নিজ এলাকা সাতক্ষীরা থেকে পালিয়ে যশোরে আত্মগোপনে ছিলেন। তিনি দুইটি রিকশা কিনে সেগুলো ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আসামি ইয়াছিন আলী সাতক্ষীরার কলারোয়া থানার তুলশীডাঙা গ্রামের বাসিন্দা। তাকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Link copied!