ফরিদপুরে মেহেদী হাসান মিন্টু (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে এ মামলাটি করেন।
মিন্টু ফরিদপুর সদর উপজেলার ৫নং ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। তিনি একই উপজেলার আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
অবৈধ উপায়ে এক কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭ (১) ধারায় দুদক এ মামলাটি রুজু করে। যার মামলা নং-০৩।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম।
রেজাউল করিম বলেন, “ওই ইউপি চেয়ারম্যান স্থাবর ও অস্থাবর এক কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭২ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক এ মামলাটি করে।