• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সিনেমা দেখতে গিয়ে হামলার শিকার আবু হেনা রনি


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৩, ০২:৩৫ পিএম
সিনেমা দেখতে গিয়ে হামলার শিকার আবু হেনা রনি

নাটোরের গুরুদাসপুরে সিনেমা দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন মিরাক্কেল খ্যাত জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি। এ সময় তাকে মারধর ও তার গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রনি আরও দুই বন্ধু আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ে ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, সন্ধ্যায় চার বন্ধুকে নিয়ে রনি সিনেমা দেখার জন্য আদম শাহ মোড়ে সিনেমা হলের রাস্তার পাশে তাদের প্রাইভেট কার পার্কিং করেন। এ সময় অপর এক প্রাইভেট কারে স্থানীয় ব্যবসায়ী ছাবলু মোল্লা এসে তাদের গাড়ি রাখা দেখে গালিগালাজ করতে থাকেন। রনিরা গালাগালি করেত নিষেধ করায় ছাবলু মোল্লা গাড়ি থেকে নেমে তাদের ওপর চড়াও হন। পরে স্থানীয়রা তাকে বাধা দিলে ছাবলু মোল্লা উত্তেজিত হয়ে ফোন করলে আট থেকে দশটি মোটরসাইকেলে বেশ কয়েকজন এসে রনি ও তার বন্ধুদের মারধর করে। এ সময় তাদের প্রাইভেট কার ভাঙচুর করা হয়।

ওসি মোহা. মনোয়ারুজ্জামান আরও বলেন, এ ঘটনায় আবু হেনা রনি বাদী হয়ে ছাবলু মোল্লাকে প্রধান আসামি এবং আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!