• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্লোগান দেওয়ার সময় আ.লীগ নেতার মৃত্যু


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৯:২৫ পিএম
স্লোগান দেওয়ার সময় আ.লীগ নেতার মৃত্যু

বরগুনায় নৌকা প্রতীকের মিছিলে গিয়ে স্লোগান দেওয়ার সময় অসুস্থ হয়ে মো. নুরুল ইসলাম (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নেতাকর্মীরা জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ আজিজুল হক স্বপনের সঙ্গে নৌকার মিছিলে আসেন নুরুল ইসলাম। মাগরিবের নামাজের পর বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আজিজুল হক স্বপন বলেন, “সন্ধ্যায় বরগুনা শহরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে মিছিল বের করা হয়। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, “নুরুল আ.লীগের দীর্ঘদিনের সহযোদ্ধা, পরীক্ষিত ও নিবেদিত ব্যক্তি ছিলেন। দলের দীর্ঘদিনের একনিষ্ঠ ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বরগুনা জেলা আ.লীগ।”

Link copied!