চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের মাত্রা তীব্র হওয়ায় ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে উড়ে যাওয়া একটি লোহার টুকরার আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শামসুল আলম (৬৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনির আহমেদ জানান, বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে সামছুল আলম নামের এক বৃদ্ধের মাথায় লোহাজাতীয় বস্তু উড়ে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আশু মিয়া নামে সোনাইছড়ির এক বাসিন্দা বলেন, বিকেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন এসে উদ্ধার কাজ চালান।
কামাল উদ্দিন নামে প্ল্যান্টের পাশের বাড়ির এক ব্যক্তি বলেন, বিস্ফোরণের পর টিন ও লোহার টুকরা উড়ে গিয়ে আশপাশে পড়েছে। এতে অনেকে আহত হন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন। এ সময় দুটি মরদেহ প্ল্যান্টের বাইরে পড়ে ছিল।
মুসলিম উদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, অনেকের হাত-পা কেটে যায়। এখান থেকে উড়ে যাওয়া লোহার টুকরার আঘাতে আধা কিলোমিটার দূরে শামসুল আলম নামের একজন মারা গেছেন।
ঘটনাস্থলে দেখা যায়, আশপাশে টিনের টুকরা পড়ে রয়েছে। প্ল্যান্টটি দুমড়েমুচড়ে গেছে। চারটি ট্রাকে আগুন ধরে যায়। এগুলোও দুমড়েমুচড়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, অক্সিজেন রিফুয়েলিং করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও এসপি মো. শফিউল্লাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডিসি বলেন, “বিস্ফোরণে এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ ঘটনায় তিন সদস্যের একটা কমিটি করা হয়েছে।”