ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, আহত ৫


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৬:২৯ পিএম
ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, আহত ৫

রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার হাটরা মোড়ে ট্রাকের ধাক্কায় আসাদুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়ছে। এ ঘটনার আহত হয়েছেন নিহতের বাবাসহ আরও ৫ জন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে মোহনপুর উপজেলার হাটরা মোড়ে এ দুর্ঘটনা  ঘটে।

নিহত আসাদুল মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের ক্ষিদ্রহাটরা গ্রামের তজের আলীর ছেলে।

মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, নিহত আসাদুল ইসলাম ও তার বাবা তজের আলীসহ আহতরা অটোরিকশাযোগে কামারপাড়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় বালুবাহী ট্রাকের ধাক্কায় আসাদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও ৪ জন।

আহতরা হলেন, ক্ষিদ্রহাটা গ্রামের নিহতের বাবা তজের আলী (৫৫), আনারুল ইসলাম (৫০), নওগাঁ জেলার মান্দা উপজেলার সিংগা গ্রামের জহির উদ্দিন (৪৫), সুয়াই গ্রামের আলিফ হোসেন (৫১), বালুকা গ্রামের ফিরোজ আলম (৩৫)।

খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মী ও মোহনপুর থানা পুলিশ যৌথভাবে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, “নিহতের পরিবারের কোনো  অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা করা হয়েছে।

Link copied!