• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

ব্রিজের পাশে পড়ে ছিল নারীর রক্তাক্ত মরদেহ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০৬:২৮ পিএম
ব্রিজের পাশে পড়ে ছিল নারীর রক্তাক্ত মরদেহ

ফরিদপুরের নগরকান্দায় মনিরা বেগম (২৭) নামের এক নারী শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের (ঢাকা-বরিশাল মহাসড়ক) মানিকনগর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মনিরা বেগম উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের ইজিবাইক চালক সাহেব আলীর স্ত্রী। তিনি বাখুন্ডা করিম জুট মিলের শ্রমিক।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, রোববার সকালে মানিকনগর ব্রিজের পাশে এক নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে আসি। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর পেটের বাঁ পাশে চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। ফরিদপুরের সিআইডি ও পিবিআই পুলিশকে অবগত করা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন।

Link copied!