• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খাটের নিচে পড়ে ছিল নারীর অর্ধগলিত মরদেহ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৪:৩০ পিএম
খাটের নিচে পড়ে ছিল নারীর অর্ধগলিত মরদেহ

ফরিদপুরে একটি ঘরের খাটের নিচ থেকে ঝুমা আক্তার (৩৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া নামক এলাকার একটি বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ঝুমা ওই এলাকার মৃত আব্দুল আহাদ তালুকদারের মেয়ে।

পুলিশ জানায়, স্থানীয়রা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে দুর্গন্ধ পেয়ে ৯৯৯ ফোন করেন। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে ঘরের তালা খুলে খাটের নিচ থেকে নারীর অর্ধগলিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০দিন আগে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া মরদেহের মুখমণ্ডল আগুন অথবা এসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে, মৃত্যুর আসল কারণ এখনো জানা যায়নি। এঘটনায় নিহতের মা ও এক বোনকে আটক করে তাদের জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। আশা করছি দ্রুতই এ রহস্যের উদঘাটন করা যাবে।”

Link copied!