ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার টোংরাইল গ্রামের কুমার নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, নৌকা বাইচ দেখতে শত শত দর্শনার্থীদের ঢল নামে কুমার নদীর দুই পাড়ে। জেলার আশ-পাশের এলাকা থেকে নারী পুরুষসহ সব বয়সী মানুষ নৌকা বাইচ দেখতে নদীর পাড়ে ভিড় জমান। ছোট বড় সুসজ্জিত ৩টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
নৌকা বাইচ দেখাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী কদমি ও নড়াইল গ্রামের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মিরাজ মৃধা জানান, এলাকায় কোথাও পানি নেই। এবার এই কুমার নদীতে কোনো মতে পানি আছে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রতি বছর নৌকা বাইচ ও গ্রাম্য মেলা বসে। এ বছর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে মারামারির সৃষ্টি হয়। এতে ৫/৬ আহত হন। পরে স্থানীয়দের উদ্যোগে মিমাংসা করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, “নৌকা বাইচের ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”