• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

৪৮ হাজারে বিক্রি হলো একটি বাঘাইড়


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০২:১৭ পিএম
৪৮ হাজারে বিক্রি হলো একটি বাঘাইড়

মানিকগঞ্জের শিবালয়ে আরিচা মাছের আড়তে পদ্মা নদী থেকে ধরা ৪৪ কেজি ওজনের একটি বাঘাইড় ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে শিবালয়ে আরিচা মাছের আড়তে মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

এর আগে রোববার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে হরিরামপুর উপজেলার হরিণাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মা নদীতে আব্দুল মমিনের জালে মাছটি ধরা পড়ে। জেলে মমিন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা।

জেলে আব্দুল মোমিন বলেন, “আমিসহ জামালপুরের আদর আলী, সাজল ও আমির হামজা এই চারজন জেলে হরিরামপুরে পদ্মা নদীতে জাল ফেলি। পরে জাল টানার সময় আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি আরিচা আড়তে নিয়ে যাওয়ার পরে ১১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় বিক্রি করেছি।”

আরেক জেলে আদর আলী বলেন, “মাছটি ওপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরও ভালো লাগে। তবে সব সময় এই ধরনের মাছ জালে ধরা পড়ে না।”

আরিচা ঘাটের মাছের আড়তদার মামুন মিয়া বলেন, “আজ সকালে মোমিন নামের জেলে বড় আকারের বাঘাইর মাছটি আরিচা আড়তে বিক্রির জন্য নিয়ে আসে। পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে ঢাকার এক পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।”

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, “পদ্মা নদীতে আগের মতো পানি থাকে না। এ ছাড়া বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো নেই। তারপরও এখনো মাঝে মধ্যে পদ্মায় জেলেদের জালে বড় বড় আইড়, পাঙাশ, বাঘাইর ধরা পড়ে। এসব মাছ বাজারে ভালো দামে বিক্রি করতে পারলে জেলেরা লাভবান হয়ে থাকে। তবে নদীর পরিবেশ রক্ষায় আমাদের সচেতন হতে হবে।”

Link copied!