• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৫:০৩ পিএম
ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) ভোর পৌঁনে পাঁচটার দিকে আলমডাঙ্গা রেলস্টেশনের কাছাকাছি জগন্নাথপুর গ্রাম সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানারুল (১৬) আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের আব্দুল আলীমের ছেলে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ রানা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন সানারুল। মরদেহ উদ্ধারের সময় তার দুই পা ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

Link copied!