কালিয়াকৈরে স্পিনিং কারখানায় আগুন


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০৩:০৭ পিএম
কালিয়াকৈরে স্পিনিং কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় একটি স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বুধবার (১২ এপ্রিল) দুপুর পৌনে ১টায় কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস লিমিটেডে এ আগুনের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস লিমিটেডের সামনের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের অপারেটর জানান, জমজম স্পিনিং আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করছে। বেলা আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Link copied!