• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইজিবাইকের চাপায় এক শিশু নিহত


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৬:৫৫ পিএম
ইজিবাইকের চাপায় এক শিশু নিহত

দিনাজপুরের হিলিতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় প্রেম বাদ্যকর (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় হিলির সাদুড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রেম বাদ্যকর সাদুড়িয়া এলাকার মানিক বাদ্যকরের ছেলে এবং আহত নীরব বাদ্যকর একই এলাকার কৃষ্ণ বাদ্যকরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশ্ববর্তী রাস্তায় খেলা করছিল প্রেম ও নীরব। এ সময় ওই রাস্তায় দিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাওয়া সময় প্রেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে একই ইজিবাইকের চাকায় চাপা পড়ে নীরবের পা ভেঙ্গে যায়।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, “মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ঘাতক ইজিবাইকের চালকের বিরুদ্ধে একটি মামলা করেছেন। বর্তমানে গাড়িটি আটক রয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Link copied!