লটকন বাগানে মিলল ৯৬ কেজি গাঁজা


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৩:০৪ পিএম
লটকন বাগানে মিলল ৯৬ কেজি গাঁজা

নরসিংদীর শিবপুর উপজেলায় লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এস এম কামরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকার লটকন বাগান থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

ওসি কামরুজ্জামান বলেন, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল গাফফারের নেতৃত্বে ডিবির একটি দল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছিল।

পরে গোপন তথ্যের ভিত্তিতে আটাশিয়া সৃষ্টিগড় গ্রামের মনির হোসেনের মালিকানাধীন লটকন বাগানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ছয়টি প্লাস্টিকের বড় বস্তায় ১৬ কেজি করে মোড়ানো মোট ৯৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টাসহ শিবপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Link copied!