গাজীপুরে জেলা ও মহানগরেরর প্রায় ৯৫ ভাগ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে এসব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশ ২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে কোনো কোনো কারখানা শ্রমিকদের বেতন দেয়নি, এজন্য তাদের কারখানা বন্ধ রাখা রয়েছে। এছাড়া টঙ্গী, মহানগর, শ্রীপুর, কালিয়াকৈর এলাকাকায় ৯৫ ভাগ কারখানাই খুলে দেওয়া হয়েছে।
এ দিন সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকদেরকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। কারখানার নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় বেতন-ভাতা বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধসহ নানা দাবিতে শ্রমিকরা টানা বেশ কিছুদিন আন্দোলোন করেছেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় জানায়, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে দুই হাজার ৬৩৩টি। এসব কারখানায় প্রায় ২২ লাখ শ্রমিক কাজ করেন।