• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে ৯৪ কেজি গাঁজা জব্দ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০৮:০৪ পিএম
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে ৯৪ কেজি গাঁজা জব্দ
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে গাঁজা জব্দ করা হয়। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেটকার থেকে ৯৪ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর এলাকা থেকে এই গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, সকালে সোনারামপুর এলাকার হোটেল উজান-ভাটির সামনে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেটগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারে থাকা রাজিব মিয়া, স্বপন ও জাহাঙ্গীর আহত হন। পরে স্থানীদের সহায়তায় আহতরা চিকিসৎসার কথা বলে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার রেখে কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ৯৪ কেজি গাঁজা জব্দ করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পালিয়ে যাওয়া আসামিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!