• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ ৯, রাইফেলস ক্লাবে আগুন


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৩:০৪ পিএম
নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ ৯, রাইফেলস ক্লাবে আগুন

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে আন্দোনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ছররা গুলি ছুড়লে অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে। এর মধ্যে ভাঙচুর করা হয়েছে চাষাঢ়ায় রাইফেলস ক্লাব, পুলিশ বক্স৷ রাইফেলস ক্লাবের ভেতরে আগুন দেওয়া হলেও তা ছড়ায়নি।

এদিকে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় কয়েকটি পোশাক কারখানায় আগুন দেওয়া হলে বিসিকসহ সব কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান বিকেএমইেএ‍‍র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

শ্রমিকদের একটি অংশ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়ের সামনে ডিসি থিম পার্কে আগুন দেয় তারা। পরে তারা কার্যালয়ের ভেতরে ঢুকে গেলে জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এ ছাড়া কার্যালয়ের সামনে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

এ ঘটনায় অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় অন্তত ৮ জন পুলিশের ছররা গুলির আঘাতে আহত হয়েছে।

রোববার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চাষাঢ়ায় সড়কে নেমে আসে হাজারো শিক্ষার্থী। পরে বিভিন্ন এলাকা থেকে শ্রমিক ও সাধারণ জনতাও এতে যোগ দেয়।

শহর ও শহরতলীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল এখন সম্পূর্ণ বন্ধ৷ বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে৷ তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনকে সড়কে চলাচল করতে দিচ্ছে আন্দোলনকারীরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের অবস্থানের কারণে দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়কটিতে সকাল সাড়ে ১০টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

Link copied!