• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ঠান্ডাজনিত রোগে ৯ মাসের শিশুর মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০১:৫৮ পিএম
ঠান্ডাজনিত রোগে ৯ মাসের শিশুর মৃত্যু

পঞ্চগড়ে শীতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মোস্তাকিম নামের ৯ মাস বয়সী এক শিশু মারা গেছে। শনিবার (৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে জেলার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোস্তাকিম পঞ্চগড় সদর উপজেলার মাগুরা প্রধান পাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। 

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মনোয়ার হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার জ্বর, কাশি ও ডায়রিয়া নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মোস্তাকিমকে ভর্তি করানো হয়। পরে শনিবার রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশু বিশেষজ্ঞ মনোয়ার হোসেন বলেন, সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়া আক্রান্ত হয়ে শিশু মোস্তাকিম হাসপাতালে ভর্তি ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Link copied!