• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

টুঙ্গিপাড়ায় ৯ ব্যবসায়ীকে জরিমানা


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৭:২৩ পিএম
টুঙ্গিপাড়ায় ৯ ব্যবসায়ীকে জরিমানা
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত। ছবি : প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৯ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী বাজারে ভোক্তা অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।

গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামিম হাসান জানান, বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৯ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়, পাকা রশিদ সংরক্ষণসহ দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

শামিম হাসান আরও জানান, জনগণ যাতে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, সেই কারণে নিয়মিত বাজার মনিটরিংয়ের কাজ অব্যাহত থাকবে।

Link copied!