• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তদের ৮১ শতাংশ রোহিঙ্গা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ১০:৫৩ এএম
কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তদের ৮১ শতাংশ রোহিঙ্গা
রোহিঙ্গা আশ্রয় শিবির। ছবি : সংবাদ প্রকাশ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। জেলায় মোট ডেঙ্গু রোগীর ৮১ দশমিক ৫৮ শতাংশই রোহিঙ্গা।

শনিবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শাহ ফাহিম আহমদ ফয়সাল।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে, চলতি বছর এ জেলায় মোট ১৩ হাজার ৭৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে ১১ হাজার ২০৭ জনই রোহিঙ্গা। আর সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন।

গত সাত দিনে জেলায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ২৭৬ জন যার মধ্যে এক হাজার ৮৩০ জন রোহিঙ্গা।

Link copied!