• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০, ১৪ রমজান ১৪৪৬

হকার্স মার্কেটে আগুনে পুড়ল ৮ দোকান


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১০:৩৩ এএম
হকার্স মার্কেটে আগুনে পুড়ল ৮ দোকান
ছবি : সংগৃহীত

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি ছাপাখানা, একটি প্লাস্টিকের খেলনা দোকান, প্লাস্টিক সামগ্রী তৈরির কাঁচামালের গুদামঘর ও বেকারি সামগ্রীর চাঁচ তৈরির একটি কারখানা রয়েছে।

এদিকে ঈদের আগে রমজান মাসে আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদে ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। এমন ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন জানেন না ব্যবসায়ীরা।

Link copied!