• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভয়ে বাংলাদেশে আশ্রয় নিল আরও ৮ বিজিপি সদস্য


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৮:৫৩ পিএম
ভয়ে বাংলাদেশে আশ্রয় নিল আরও ৮ বিজিপি সদস্য
বিজিপি সদস্য। ছবি : সংগৃহীত

মিয়ানমারে বিদ্রোহী বাহিনীর তোপের মুখে পড়ে দেশটির আরও ৮ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। তাদের মধ্যে কয়েকজন রক্তাক্ত ছিল বলে জানা গেছে। তাদের নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমার থেকে পালিয়ে বিজিপির ১৪ সদস্য আশ্রয় নেয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিজিবির ক্যাম্পে।

সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, মিয়ানমারে সংঘাতের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অন্তত ৯৫ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে আহত ১৫ জন বিজিপি সদস্যের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯ জনকে। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনকে রেফার করা হয়েছে। তাদের বিজিবি নিরাপত্তা জোরদার করে চট্টগ্রামের উদ্দেশে নিয়ে গেছে।

Link copied!