• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

জাতীয় স্মৃতিসৌধে ৮ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৭:২৪ পিএম
জাতীয় স্মৃতিসৌধে ৮ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ৮ দিনের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সাভার গণপূর্ত বিভাগ।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আজ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্মতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে। এ ছাড়া স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধনে আলোকসজ্জাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ১৬ ডিসেম্বর সকালে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানানোর পরে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!