• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

বাবার বন্ধুর ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, হাসপাতালে ভর্তি


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৯:৩৯ এএম
বাবার বন্ধুর ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, হাসপাতালে ভর্তি
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জের দৌলতপুরেসাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে শিশুটি।

শিশুটির পরিবারের অভিযোগ, নাজিম খান নামের শিশুটির বাবার এক বন্ধু এই ধর্ষণে জড়িত। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে।

শিশুটির মা বলেন, ‘আমার বাচ্চা স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে বাড়ির উঠানে খেলা করছিল সে। ধর্ষক নাজিম খান আমার বাচ্চার বাবার বন্ধু। তাদের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায়ই সে আমাদের বাড়িতে আসত। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আমার বাচ্চাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে নাজিম। পরবর্তী সময়ে বাচ্চার চিৎকার শুনে স্থানীয় লোকজন ধর্ষককে আটক করে পুলিশে দেয়। পরে আমরা ওরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মঙ্গলবার রাতে ওই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে পরীক্ষার জন্য হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়। ওই শিশুর পরিবারে কাছ থেকে জানা গেছে ধর্ষককে আটক করেছে নবাবগঞ্জ থানার পুলিশ।

Link copied!