• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলামপুরে এক বুথে ৪ ঘণ্টায় পড়ল ৭ ভোট


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৪, ০২:৪১ পিএম
ইসলামপুরে এক বুথে ৪ ঘণ্টায় পড়ল ৭ ভোট

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের নির্বাচনে একটি বুথে চার ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৭টি।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে এ তথ্য জানা যায়।

ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিনাল ক্লান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ওই ভোটকেন্দ্রের ৬টি বুথে ৪ ঘণ্টায় মোট ভোট পড়েছে ১১৪টি। কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৩০০টি।

ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রে কোনো ভোটারের নেই, আনসার ও পুলিশ সদস্যরা বারান্দায় বসে রয়েছেন। বসে থেকে গল্প করেই সময় পার করছেন ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা লোকজন।

এদিকে দুপুর ১২টার দিকে ওই ভোটকেন্দ্রে পরিদর্শনে যান জামালপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক শফিউর রহমান।

ভোটার পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে বলেন, “এখনো সময় রয়েছে, আশা করি ভোটের পরিস্থিতি অনেকটাই বৃদ্ধি পাবে। এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা ও পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।”

প্রসঙ্গত, ইসলামপুর উপজেলায় ৯৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৮হাজার ৪১৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১৩১ জন, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ২৮৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার একজন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২ প্রার্থী। ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ছেন অ্যাডভোকেট আব্দুস সামাদ।

Link copied!