• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফার্নিচারের কারখানায় ৬০০ বস্তা অবৈধ চিনি, আটক ১


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ০৯:৫৫ পিএম
ফার্নিচারের কারখানায় ৬০০ বস্তা অবৈধ চিনি, আটক ১

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকায় ফার্নিচারের কারখানায় থেকে প্রায় ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

আরাফাত সিদ্দিকী জানান, অবৈধভাবে ভারতীয় এসব চিনি আনা হয়েছে। যে কারণে প্রতিষ্ঠানটির কাছে ক্রয় সংক্রান্ত কোনো কাগজপত্র নেই। অবৈধভাবে মজুদকৃত চিনি ভারতীয় মর্মে জেলা কৃষি বিপনন কর্মকর্তা আমাদের নিশ্চিত করেছেন। মজুদকৃত চিনি ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় রাখা হয়েছে।

এমন কারচুপি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় কারখানার মালিক মো. রব্বানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। আটকের পর তাকে নিয়মিত মামলা করার জন্য চান্দগাঁও থানায় পাঠানো হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা কৃষি বিপনন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের এবং চান্দগাঁও থানার এসআই রিয়াদ উছ সালেহীন এর নেতৃত্বে পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!