• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০, ২১ শা'বান ১৪৪৬

এক পক্ষের গুলিতে অপর পক্ষের ৬ জন আহত


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১২:২২ পিএম
এক পক্ষের গুলিতে অপর পক্ষের ৬ জন আহত
ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে একপক্ষের গুলিতে ছয়জন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কমদকুড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. ফরিদ হোসেন, আবুল হোসেনের ছেলে ইব্রাহিম মিয়া, আব্দুর রাজ্জাকের ছেলে রানা, রুহুল আমিনের ছেলে রশিদ মিয়া, সোলাইমান আলীর ছেলে সুমন মিয়া ও রেজাউল করিমের ছেলে ফরহাদ হোসেন।

আহত ইব্রাহিম মিয়ার অভিযোগ, এলাকার বিএনপিকর্মী মানিক, রতন, রহিদুলসহ কয়েকজন তাদের পৈতৃক জমি দখলে নেওয়ার চেষ্টা করছিলেন। শনিবার সকালে জমিতে সেচ দিতে গেলে বাধা দেওয়া হয়। গত রাতে বাড়ি ফেরার সময় তাদের ওপর আক্রমণ করা হয়। এ সময় দৌড়ে পালাতে গেলে তাদের ওপর ছররা গুলি ছোড়া হয়।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, গত রাতে গুলিবিদ্ধ হয়ে ছয়জন হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের নাটোর সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, ‘একপক্ষের ছররা গুলিতে অপর পক্ষের ছয়জন আহত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে।’

Link copied!