সাতক্ষীরা শহরে এক ব্যবসায়ীর বাড়ির গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা ওই বাড়ির আলমারিতে থাকা নগদ ৫ লাখ ৫৫ হাজার টাকাসহ ৬ ভরি সোনার গহনা চুরি করে নিয়ে গেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গী এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম রাসেলের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
বাড়ির মালিক ব্যবসায়ী রাসেলের স্ত্রী শারমিন সুলতানা বলেন, “বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয়রা ফোনে আমাকে জানান আমার ঘরের জালানার গ্রিল কাটা। আমি তড়িঘড়ি করে আমার বোনকে নিয়ে বাড়ি পৌঁছে পুলিশকে খবর দিই। পুলিশ আসার পর ঘরের মধ্যে প্রবেশ করে দেখি আমার আলমারির ড্রয়ারে থাকা নগদ ৫ লাখ ৫৫ হাজার টাকা, ১০টি সোনার নাকফুল, ৪ জোড়া সোনার রুলি, ২ জোড়া সোনার চেইনসহ ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক সোহেল আহমেদ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”