• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

গণপিটুনিতে আ.লীগের ৬ নেতাকর্মী নিহত


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৬:৩৫ পিএম
গণপিটুনিতে আ.লীগের ৬ নেতাকর্মী নিহত
জেলার মানচিত্র

নরসিংদীর মাধবদীতে গণপিটুনিতে এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুরে মাধবদী পৌরসভার বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন শাহীন (৪০), নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৮), জেলা পরিষদের সাবেক সদস্য শ্রমিকলীগ নেতা মনিরুজ্জামান ভূঁইয়া ওরফে নাতি মনির (৪২), শ্রমিক লীগ নেতা আনিছুর রহমান সোহেল (৪০),  আওয়ামীলীগ নেতা কামাল হোসেন (৩৮) এবং আওয়ামী লীগ কর্মী গোলাপ (৪০)।

স্থানীয়রা জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়েন। এতে ৬ আন্দোলনকারী গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১০ জন। এতেই ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতাদের ধাওয়া করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা মাধবদীর বড় মসজিদ এলাকায় অবস্থান নিলে সেখানে গিয়ে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই এক ইউপি চেয়ারম্যানসহ ৬ জন নিহত হন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, “প্রতিপক্ষের হামলা ও গণপিটুনীতে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী নিহত হয়েছে। আমরা তাদের পরিচয় নিশ্চিত করতে চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।”

এ ছাড়া নরসিংদী শহরের ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় চত্বরে সকল থেকে ছাত্র-জনতা জমায়েত হতে শুরু করে। দুপুর ১টার দিকে জেলখানা মোড় থেকে নরসিংদী স্টেডিয়াম পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানামোড়, মাধবদী, ইটাখোলাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা।

Link copied!