• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঝিকরগাছায় এক সঙ্গে ৫০ বিয়ে


যশোর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০৯:৫৪ পিএম
ঝিকরগাছায় এক সঙ্গে ৫০ বিয়ে

যশোরের ঝিকরগাছায় জাকজমকপূর্ণভাবে এক সঙ্গে ৫০টি বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮মে) দুপুরে উপজেলার গাজীরদরগাহ কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সে এ বিয়ের আয়োজন করা হয়।

বিয়ে অনুষ্ঠানে কর্মসংস্থানের জন্য বরকে একটি করে ভ্যানগাড়ি ও কনেকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। একইসঙ্গে সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে নবদম্পতিকে।

এসসিআই বাংলাদেশের তত্ত্বাবধানে ও এসসিআই আরব আমিরাতের অর্থায়নে ব্যতিক্রমী এ গণবিবাহ অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্স গাজীরদরগাহ ঝিকরগাছার পরিচালক মুফতি নাসিরুল্লাহ।

বিয়েতে উপস্থিত যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যৌতুক একটি সামাজিক ব্যধি। সমাজ থেকে যৌতুক তুলে দেওয়ার সামাজিক আন্দোলনের সূচনা করতে হবে। যৌতুকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। ইসলামের প্রকৃত আদর্শিক শিক্ষার মাধ্যমে সমাজকে কলুষমুক্ত করতে হবে।

Link copied!