• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

জিন আতঙ্কে ৫০ পোশাকশ্রমিক অসুস্থ


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৫:২৯ পিএম
জিন আতঙ্কে ৫০ পোশাকশ্রমিক অসুস্থ
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

জিনের আতঙ্কে গাজীপুর সদর উপজেলার একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা করে।

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার শিরিরচালা (বাঘেরবাজার) এলাকায় অবস্থিত গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকদের ভাষ্যমতে, গত কয়েকদিন ধরে পাশের এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড-এ ‘জিন আতঙ্কে’ বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর একের পর এক অসুস্থ হয়ে পড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে শ্রমিকরা দ্রুত কারখানা ত্যাগ করেন। পরে অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। শ্রমিকদের দাবি অন্য কারখানা থেকে এসে তাদের কারখানায় জিনের আছর (প্রভাব) পড়েছে।

গাজীপুর-২ শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বলেন, “গোল্ডেন রিফিট গার্মেন্টসের প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডাক্তারদের পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে।”
তথ্য : সময় টিভি অনলাইন

Link copied!