• ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০, ২৩ রমজান ১৪৪৬

৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৫:৪৫ পিএম
৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দিয়ে ৫ বাংলাদেশিকে ফিরত দিয়েছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২২ মার্চ) দুপুরে পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৫ বাংলাদেশিকে ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২১ মার্চ) বিকেলে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা বিওপি সীমান্তে ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের সময় ৬ বিএসএফের ওমর ক্যাম্পের টহলদল তাদের আটক করেন। পরে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ানের পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ৫ জন বাংলাদেশিকে বিজিবির নিকট হস্থান্তর করে বিএসএফ।

আটক ৫ বাংলাদেশিরা হলেন, ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৬) (তৃতীয় লিঙ্গ), আনোয়ার হোসেন সন্তান ফরিদ ইসলাম ও হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮) (তৃতীয় লিঙ্গ), মোয়াজ্জেম হোসেন সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি (২৭) (তৃতীয় লিঙ্গ)। তারা সবাই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এবং অপর দুইজন হলেন, আহমাদ আলী ছেলে আদম আলী (৫২), আদম আলী স্ত্রী আমিনা বিবি (৪২)। তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা।

রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের  কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, “বিএসএফের সঙ্গে আলোচনার মাধ্যমে ৫ বাংলাদেশিকে ফেরত নেওয়া হয়েছে। তাদের পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” 

Link copied!