ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর সেই দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রথমে টোল প্লাজায় সাদা রংয়ের একটি মাইক্রো টোল দিচ্ছিল। এর পেছনেই ছিল মোটরসাইকেলটি। মোটরসাইকেলটি টোল দেওয়ার সময় এর পেছনে অ্যাশ কালারের একটি মাইক্রো ও একটি সাদা প্রাইভেট কার টোল দেওয়ার জন্য দাঁড়ায়। এর মধ্যে পেছন থেকে দ্রুত গতিতে বেপারী পরিবহনের একটি বাস সামনের গাড়িগুলোকে ধাক্কা দিয়ে বের হয়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত। এছাড়া আরও ৮ জন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ তাৎক্ষণিক সেখানে থাকা দুর্ঘটনায় পতিতদের উদ্ধার করে। যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি বলেন, ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়া অভিমুখী দাঁড়িয়ে থাকা যানবাহনকে পেছন দিক থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, বাসচালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। চালক কি ঘুমিয়ে পড়েছিলেন, নাকি কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।