মেহেরপুর সদর উপজেলায় ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার জব্দ করেছেন বিজিবির সদস্যরা। স্বর্ণের বারগুলোর বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন পরিচালক, অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, সোমবার সকাল ১০টার দিকে বাজিতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বাজিতপুর গ্রামের অভিযান পরিচালনা করেন। এ সময় বাজিতপুর-ঝাঝা রোডের তুলা বাগানে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা তাদের দিকে এগিয়ে যান। বিজিবি সদস্যদের দেখে ওই দুই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি খুলে সেখান থেকে ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।
এ ব্যাপারে নায়েক সুবেদার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করেছেন। একই সঙ্গে জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।