• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রিজন ভ্যানে উঠলেন ছাত্রলীগের ৫ নেতা


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৯:২৭ পিএম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রিজন ভ্যানে উঠলেন ছাত্রলীগের ৫ নেতা

লালমনিরহাটে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে তাদের প্রিজন ভ্যানে করে আদালতে পাঠায় পুলিশ। এ সময় তারা থানার লকাপ থেকে বের হয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে প্রিজন ভ্যানে ওঠেন। এমনকি থানা চত্তর থেকে প্রিজন ভ্যান বের না হওয়া পর্যন্ত তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল খান বাবু, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রুমন ও শাকিল চোপড়া।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৯ অক্টোবর সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় অবস্থিত হামার বাড়ি নামে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় চলতি বছরের ২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিএনপি নেতা আফজাল হোসেন লালমনিরহাট সদর থানায় বাদী হয়ে একটি মামলা করেন। এজাহারে আওয়ামীলীগের ৬৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা একশো থেকে দেড়শোজনের নামে এই মামলা হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Link copied!