জয়পুরহাট বিআরটিএ ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র্যাব-৫। এ সময় ৫ জন দালালকে আটক করে ৫০০ টাকা করে জরিমানা এবং ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তাদের এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার কড়ই চকপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশীদ, চকদাদড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে মাহাতাব উদ্দিন, আরাফাত নগর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রেজানুর রহমান সাজু, বাবু পাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে আলম রশীদ এবং পাচুরচক গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে রফিকুল ইসলাম।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান জানান, মানুষের ভোগান্তি লাঘবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।