শেরপুরে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে লোকমান হোসেন (৩৬), মাইশা আক্তার মিম (৩০), অজ্ঞাতনামা ৬০ ও ২৫ বছর বয়সী দুই পুরুষ এবং ৩৫ বছর বয়সী একজন নারী রয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের জানান, রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়।