• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৮:৪০ পিএম
টাঙ্গাইলে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার (১৪ ও ১৫ ডিসেম্বর) সকালে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বাছেদ মন্ডল, বাসাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, বাসাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কামরান খান বিপুল, টাঙ্গাইল জেলা ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, সদর উপজেলার গোলচত্ত্বর এলাকার ওমর ফারুক।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মির্জাপুরের গোড়াই পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে আলাল ও বিপুলের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা হয়। ওই মামলার ভিত্তিতে উপজেলা সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, টাঙ্গাইল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে অপর তিনজনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Link copied!