হত্যা মামলার এক আসামি জামিন পেয়ে মামলার সাক্ষীসহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় এবং বাকি চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকার সাভারের হেমায়েতপুরের জাদুরচড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের স্বজনদের দাবি, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শাহাবুদ্দিন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামি ফয়সাল দীর্ঘদিন জেলে থাকার পর সম্প্রতি জামিনে বের হন। এরপরই বেপরোয়া হয়ে ওঠেন। রোববার বিকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রসহ ফয়সাল ও ৮ থেকে ১০ জন ব্যক্তি হত্যা মামলার সাক্ষী সানি, দেলোয়ার, শাহিন ও সেলিনাসহ মোট ৫ জনকে কুপিয়ে পালিয়ে যান।
পরে আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে সানির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি ৪ জনকে এনাম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এই ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।