• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রাইভেট কারের ড্যাশবোর্ডে ৪৯ বোতল ফেনসিডিল


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৬:৫৭ পিএম
প্রাইভেট কারের ড্যাশবোর্ডে ৪৯ বোতল ফেনসিডিল

যশোরের ঝিকরগাছায় পুলিশের অভিযানে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারাবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

সোমবার (১০ অক্টোবর) বেলা তিনটার দিকে উপজেলা মোড় কবির হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বেনাপোল ভবেরবের শাহীদ গাজীর ছেলে আরমান আলী (২৩) ও দিঘিরপাড় এলাকার মৃত সামছুর রহমানের ছেলে রমজান আলী (৩০)।

আটক রমজান আলী জানান, বেনাপোল থেকে প্রাইভেট কারে ফেনসিডিলের চালানটি যশোরের খাজুরা পার হয়ে একটি এলাকার কাকুর কাছে নিয়ে যাচ্ছিলেন।

এই বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা মোড়ে অভিযান চালিয়ে সন্দেহ মনে হলে প্রাইভেট কারটি থামানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে প্রাইভেট কারের ড্যাশবোর্ড থেকে ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।”

আটক আরমান ও রমজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!