• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ৪৭ জন আটক


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৮:৫০ পিএম
সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ৪৭ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪৭ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল থেকে শনিবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কিছু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এমন তথ্যে সীমান্তের মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় ও লড়াইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় বিজিবি। সেসময় ওইসব এলাকা থেকে ৪৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

এদিকে ৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৮৮৫ বাংলাদেশি নাগরিক, ভারতীয় নাগরিক ২৮ এবং ২০ রোহিঙ্গাসহ মোট ৯৩৩ জনকে আটক করে বিজিবি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!