• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিত্যক্ত স্থানে পড়ে ছিল ৪২০ কেজি সরকারি চাল


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৬:৩২ পিএম
পরিত্যক্ত স্থানে পড়ে ছিল ৪২০ কেজি সরকারি চাল

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যক্ত স্থান থেকে দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির জন্য বরাদ্দের ৪২০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কৈজুরী ইউনিয়নের কৈজুরি ঠুটিয়া কলেজের সামনের পরিত্যক্ত স্থান থেকে চালগুলো উদ্ধার করা হয়।

ইউপি চেয়ারম্যান জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে গ্রামপুলিশ পাঠিয়ে চালগুলো উদ্ধার করা হয়। সরকারি বরাদ্দের এসব চাল ৩০ কেজি ওজনের ১৪টি চালের বস্তা পরিবর্তন করে ৬০ কেজি ওজনের সাতটি বস্তায় ভরা ছিল।

স্থানীয়রা জানান, কলেজের সামনের পরিত্যক্ত স্থানে চালের বস্তাগুলো পড়ে থাকতে দেখা যায়। পরে উপজেলা প্রশাসনকে জানালে চালগুলো উদ্ধার করে হেফাজতে রাখেন ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, চালগুলো ভিডব্লিউবি নাকি ন্যায্যমূল্যের তা সঠিকভাবে এখনো জানা যায়নি। বিষয়টি উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত করে দেখতে বলা হয়েছে।

Link copied!